হতদরিদ্র ট্রলার চালককে ১ লাখ টাকা দিলেন মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন।

দাউদকান্দি উপজেলা

 

রোববার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমানে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মেজর(অব.) মোহাম্মদ আলী আজ এক ট্রলার চালককে ১লাখ টাকা নগদ অনুদান দিয়ে সহায়তার বাড়িয়ে মানবতার নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা বলেন,” আমার নেতা আসলেই একজন মানবতার ফেরিওয়ালা। তিনি এ প্রজন্মের দৃষ্টিতে একজন হিরো।
তিনি আরো বলেন,মেজর(অব.) মোহাম্মদ আলী একজন মানবতাবাদী নেতা।তিনি আমাদের আইকন।তাকে ফলো করে আমরা একটি আদর্শ জীবন গড়তে চাই।
তার মতো কর্মীবান্ধব ও জনবান্ধব নেতা এ যুগে পাওয়াটা ভাগ্যর বিষয়।”

 

মালদ্বীপস্থ ইয়েস বাংলার প্রেসিডেন্ট মোখলেস আখন্দ জানান,” গতকাল শনিবার দাউদকান্দি’র উত্তর ইউনিয়নে নৌকার প্রার্থী মেজর(অব.) মোহাম্মদ আলী’র ভাজরা গ্রাম থেকে একটি জনসভা করে ফিরে আসার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে।এ বিষয়টি মানবতার ফেরিওয়ালা নেতা মেজর(অব.) মোহাম্মদ আলী জানার পর তিনি উপজেলার পায়রা ভবনে ঐ ডুবে যাওয়া ট্রলার চালককে ডেকে এনে নগদ ১ লাখ টাকা অনুদান দিলে জনৈক ট্রলার চালক আমার নেতার প্রতি যারপরনাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।”

ভাজরা গ্রামের ট্রলার চালক করিম মুন্সী জানান,”আমি এক লাখ টাকা পাইয়া অনেক খুশি হইছি।আমি উপজেলা চেয়ারম্যান এর কাছে চিরকৃতজ্ঞ। আমার তিনটি বাকপ্রতিবন্ধতি ছেলে-মেয়ে আছে। এ কথা চেয়ারম্যান সাব জানার পর, আমাকে ভবিষ্যতে আরো সহযোগীতা করার কথা কইছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.