দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেজর মোহাম্মদ আলী(অব.) সুমন বলেছেন,”উত্তর ইউনিয়ন আ.লীগের সবচেয়ে শক্তিশালী ঘাটি, এ ইউনিয়নকে আমি মনে করি গোপালগঞ্জ। বিগত দিনে এ ইউনিয়নে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে,আগামীতে আরো উন্নয়ন হবে,
২০ অক্টোবর নির্বাচনে ধানের শীষের প্রার্থী’র জামানত বাজেয়াপ্ত করা হবে।
তিনি আরো বলেন,আপনারা আমার পরিবারের সদস্য,আমিও আপনাদের পরিবারের সদস্য মনে করবেন, আপনাদের ভালোবাসা গায়ে মেখে বাকী জীবন বাঁচতে চাই।
১৭ অক্টোবর শনিবার উপজেলার উত্তর ইউনিয়নের বাহেরচর ও ভাজরা গ্রামে দু’টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোসলেম উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকার,উপজেলা আ.লীগ এর সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সদ্য বিএনপি থেকে যোগদানকারী কেএমআই খলিল, মালদ্বীপ ইয়েস বাংলার প্রেসিডেন্ট মোখলেস আখন্দ ,ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস সালাম,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া,মুক্তার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান প্রার্থী আমানউল্লাহ এসডু,মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী রোজিনা আক্তার , উপজেলা যুবলীগ এর আহ্বায়ক আনোয়ার হোসেন,উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি মো.সোহেল রানা,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক হাজী,মো.আল-আমীন, ওমান প্রবাসি মন্টু মিয়া,মহিউদ্দিন সরকার,মাহবুব সরকার,আল-আমীন সরকার,হালিম সরকার ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম নয়ন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন কয়েক শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার নৌকা নিয়ে গণসংযোগ ও পথসভায় করেন। এসময় দাউদকান্দির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।