বিটেশ্বর ইউনিয়নের সনাতনী ধর্মের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা।

দাউদকান্দি উপজেলা

 

১৬ অক্টোবর বিকালে দাউদকান্দি উপজেলার বিটেরশ্বর ইউনিয়নে দাউদকান্দি উপজেলা পরিষদের  নির্বাচনের শেষ মুহুর্তে প্রার্থীরা অভিরাম প্রচারণায় ব্যস্ত। নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণায় মনে হচ্ছে এ যেনো নির্বাচনের আদতে একটি উৎসব। দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের সনাতনী ধর্মের বাড়িতে বাড়িতে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করেছেন একঝাঁক উদীয়মান তরুণ ও যুবক।

ভোটের মাঠে প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহজে কুপোকাত করতে নৌকার প্রচারণায় বিটেরশ্বর ইউনিয়নের একঝাঁক উদীয়মান তরুণ ও যুবকদের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ইউনিয়নের নৈইয়ার বাজার,বিটেরশ্বর বাজার, চন্দ্রশেখরদী, কালা সাধারদিয়া গ্রামে

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মেজর মোহাম্মদ আলী’ (অব.) এর বিজয় সহজতর করতে ক্ষমতাসীন দলের উন্নয়ন এর কথা তুলে ধরে সবিনীত আবেদনে ভোট চেয়ে সনাতনী ধর্মের ভোটারদের মন কাঁড়ছেন।

গণসংযোগ শেষে পথসভায়,
দাউদকান্দি উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আসিফ সর্দার, বিটেরশ্বর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ রুবেল ভূইয়া, বিটেরশ্বর ইউনিয়ন ছাত্র লীগের নেতা মেহেদি হাসান।

উপস্থিত ছিলেন, বিটেশ্বর ছাত্র লীগ,সভাপতি প্রার্থী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, শেখ রাসেল জাতিয় শিশু কিশোর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাস প্রধান, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা মোঃ রিপন মিয়া,শাহজাহান মিয়া, মোঃ সাজেদুল আহসান, ইমন সরদার, রিমন সরদার, নারায়ণ বনিক, আসিম সরকারসহ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্র লীগসহ অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.