নির্বাচনের শেষ মুহুর্তে প্রার্থীরা অভিরাম প্রচারণায় ব্যস্ত। নৌকার প্রার্থীর প্রচার-প্রচারণায় মনে হচ্ছে এ যেনো নির্বাচনের আদতে একটি উৎসব।ভোটের মাঠে প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহজে কুপোকাত করতে নৌকার প্রচারণায় আ.লীগ এর বিভিন্ন সংগঠনসহ কাজ করছে স্থানীয় জনপ্রিয় জনপ্রতিনিধিরাও। সেই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মেজর(অব.) মোহাম্মদ আলী’র বিজয় সহজতর করতে দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসুফ সেইন বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ক্ষমতাসীন দলের উন্নয়ন এর কথা তুলে ধরে সবিনীত আবেদনে ভোট চেয়ে ভোটারদের মন কাঁড়ছেন।
পৌর মেয়র সেইন গতকাল বুধবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ শেষে তুজার ভাঙা বেপারিবাড়ি সাকিব এর অফিসে এক আলোচনা সভায় অংশ নেয়।আলোচনা সভায় সকলেই নৌকায় ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা শাহিন আলম দিপু ও পৌর যুবলীগ নেতা শাকিব আহমেদসহ আরো অনেকে।