বালাগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে বিশ্বনাথ থেকে গ্রেফতার করা হয়েছে। বালাগঞ্জ থানা পুলিশ গত বুধবার (০৭ অক্টোবর) দিবাগত রাতে এক অভিযান চালিয়ে সংশ্লিষ্ট মামলার আসামী হাসান মিয়া (২৫)কে গ্রেফতার করেছে। সে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামের লকুছ মিয়ার ছেলে। বালাগঞ্জ থানার এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে অভিযানকালে বিশ্বনাথ থানার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গত বৃহস্পতিবার (০৮ অক্টোবর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী অটোরিক্সা (সিএনজি) চালক হাসান গত ১অক্টোবর সকাল আনুমানিক ১১টায় উপজেলার বালাগঞ্জ সদর ইউনিয়নের আয়না মার্কেট (গোরাপুর) থেকে ভিকটিমকে অটোরিক্সা (সিএনজি) গাড়িতে তুলে। ভিকটিম (নারী) দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে তার সৎ পিতার বাড়ি যাওয়ার পথে ওই সময় গাড়িতে উঠলে অপরাধীরা তাকে সিলেট শহরের অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রাজন মিয়া (১৯) নামে আরেকজনকে আসামী করা হয়েছে। ঘটনার পর ভিকটিমের মামা বাদী হয়ে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর-০২, তারিখ: ০৫ অক্টোবর ২০২০। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।