দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১ কোটি ৬০ লাখ টাকাসহ ৪ জন গ্রেফতার।

দাউদকান্দি উপজেলা

 

কুমিল্লার দাউদকান্দিতে একটি প্রাইভেটকার থেকে ১ কোটি ৬০ লাখ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

৭ অক্টোবর বুধবার গভীর রাতে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টহলদল দাউদকান্দি উপজেলার বলদাখাল থেকে চাঁদপুর সড়কে পদুয়া ইউনিয়নের কয়রাপুর লোহার ব্রীজ নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল মামলা দায়ের পর তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর সড়কে বুধবার গভীর রাতে কয়রাপুর লোহার ব্রীজ নামক স্থানে কর্তব্যরত এএসআই মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে টহলরত অবস্থায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১৯-১০৮১)টির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে এবং প্রাইভেটকারটিকে আটক করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের আরোহীরাদের গাড়ি থেকে নামিয়ে তাদের ব্যাগে কি রয়েছে জিজ্ঞেস করলে তারা বলে স্বর্ণ বিক্রির টাকা রয়েছে। প্রাইভেটকারটি তল্লাশী করলে ২টি ব্যাগের মধ্যে ১ কোটি ৬০ লক্ষ টাকা আছে বলে আটককৃতরা জানান।

এ সময় স্বর্ন বিক্রির কোন প্রকার রশিদ বা কাগজ দেখাতে না পারায় বিষয়টি তাক্ষনিক ভাবে আমাকে অবগত করলে আমি টহল দলটিকে প্রাইভেটকারসহ আটককৃত ব্যাক্তিদের থানায় নিয়ে আসার নির্দেশ দেই। স্থানীয় ২ সাংবাদিকের উপস্থিতিতে তাদের ব্যবহৃত দুটি ব্যাগ থেকে ১ কোটি ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, টাকাগুলো কার, কোথায় থেকে এসেছে, মানিলন্ডারিং-এর সাথে জরিত আছে কিনা এ ব্যাপারে আমরা তদন্ত চালাচ্ছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আটককৃতরা হলো- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গোপাটি গ্রামের কানুলাল কর্মকারের পুএ তমাল কর্মকার (২৫),একই গ্রামের মৃত চন্দন কর্মকারের পুএ অন্তু কর্মকার, চাঁদপুর সদর উপজেলার পশ্চিম বিঘনদী গ্রামের মৃত শুকুর বেপারির পুএ প্রাইভেটকারের চালক সেলিম বেপারি ও একই সদও উপজেলার গোল্ডেন টাওয়ার মহিলা কলেজ রোড বাসিন্দার সম্ভুনাথ কর্মকারের পুএ সুকদেব কর্মকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *