আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪-তম জম্মদিন উপলক্ষে গোপালগঞ্জে
বৃক্ষরোপন করেছে গোপালগঞ্জ জেলার ছাত্রলীগ। এদিনে দলীয় কার্যালয়সহ ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে
বিভিন্ন প্রজাতির ৭৪টি বৃক্ষরোপন করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
করেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুব আলী খান।
পরে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজ ও সরকারি শিশু সদন ক্যাম্পাসে বৃক্ষরোপন করা
হয়।
জেলা আওয়ামীলীগ নেতা রাজিউদ্দীন রাজু, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, জেলা ছাত্রলীগের
যুগ্ম সাধারন সম্পাদক শামীম খান শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক সামিউল হক তনু,
প্রচার সম্পাদক রাজু খান, ছাত্রলীগ সদর উপজেলা শাখার সভাপতি মোল্লা রনি হোসেন কালূসহ
ছাত্রলীগ নেতৃবৃন্দ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এছাড়া, বাদ জোহর সরকারি বঙ্গবন্ধু কলেজ মসজিদে প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে দোয়া
মাহফিলের আয়োজন করা হয়।
শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।