দৈনিক আজকের মেঘনা ডট কম লিটন সরকার বাদল,
১৪ মে ১৯ ইং, এমদাদুল হক তালুকদার কুমিল্লা জেলা প্রশাসনের একজন পরিশ্রমী ও সাহসী ম্যাজিষ্ট্রেট । রাত কিংবা ভোর সকাল কিংবা দুপুর কুমিল্লার সাধারণ মানুষের আস্থা এবং ভালোবাসার মানুষ হয়ে উঠছেন প্রতিনিয়ত নানা জন হয়রানির বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে।
দ্রব্যমূল্যে দামের সহশীলতা বজায় রাখতে মঙ্গলবার অাজ ভোর ৪ টা থেকে সকাল ৬টা পর্যন্ত কুমিল্লা তথা দেশের বৃহৎ পাইকারী কাচামালের বাজার নিমসারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা ।
এসময় বিভিন্ন অভিযোগে বেশকয়েকটি আড়ৎদার ও ব্যবসা প্রতিষ্ঠানকে শতর্ক করা হয় এবং পন্য ভাউচার ছারা বিক্রি করতে নিষেধ করা হয়। এ বিষয়ে জেলা প্রশাসক ককার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান,রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও পাইকারী-খুচরা বাজারে যেন দামের বড়ধরনের হেরফের না হয় সে লক্ষে জেলা প্রশাসক মোঃ অাবুল ফজল মীর স্যারের নির্দেশনায় অাজ ভোরে এ অভিযান পরিচালনা করেছি।দ্রব্যমুল্যে নিয়ন্ত্রনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে