আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে বালাগঞ্জে ধর্মীয় এবং সামাজিক নেতাদের পুষ্টি বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রশিক্ষক হিসেবে বক্তৃতা করেন সূচনার বালাগঞ্জ উপজেলা পুষ্টি কর্মকর্তা ঝন্টু পাল, ওসমানীনগর উপজেলা পুষ্টি কর্মকর্তা সাদিয়া আক্তার, ফিল্ড ফ্যাসিলেটর মো. মুক্তার হোসেন। ওরিয়েন্টেশন কর্মশালায় অংশগ্রহণ করেন মসজিদের ইমাম মো. মিজানুর রহমান, মো. আব্দুল ওয়াহিদ, মো. আশরাফ আলী, মো. আব্দুস শহীদ, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, গহরপুর আল ফালাহ একাডেমির প্রিন্সিপাল মুহাম্মদ মিজানুর রহমান, ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুভ লস্কর, শিক্ষক মেহেরুল ইসলাম, মো. আব্দুল করিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা ট্যুরিষ্ট ক্লাবের সভাপতি মোহাম্মদ ছালিকুর রহমান প্রমুখ।