গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সান্তাহারে বিপিয়ানদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সান্তাহার বিপি উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন আমরা বিপিয়ান এই কর্মসূচির আয়োজন করে।
আহবানে ছিলেন বিপিয়ান গ্রুপ রূপকার সহকারী অধ্যাপক মাসুদ রানা, আল-সায়াদ পারভেজ নাফিফ আরেফীন নিবিড়, সাংবাদিক রাকিবুল হাসান রাকিব, সাংবাদিক রাহুল পারভেজ জিসান সাংবাদিক আতিকুর হাসান, সংবাদিক শিমুল হাসান,তানভীর রহমান তনু।
এ সময় আরো উপস্থিত ছিলেন সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার ভৌমিক, বিপি উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কানাই দেবনাথ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মানেজিং কমিটির সদস্য ডিএম দুলাল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতন,জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাহিদুল বারী, সিএনজি মালিক সমিতি সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু, সান্তাহার সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন প্রামাণিক, উত্তম কুমার ভৌমিক, সপ্তক কুমার ভৌমিক, আতাউর রহমান,ইবনে সাদ,আমান, বন্ধন সরকার,।