সাপাহার গ্রামীণ ব্যাংক এরিয়া অফিসের খাদ্য সহায়তা  বিতরণ ।

নওগাঁ রাজশাহী বিভাগ
নওগাঁর সাপাহার, পত্নীতলা,  মহাদেবপুর, পোরশা এলাকার অতি দরিদ্র সংগ্রামী  সদস্যদের  মাঝে ২য় ধাপে করোনার  ক্রান্তিকাল ও  ঈদ উপলক্ষে  খাদ্য সামগ্রী ও নগদ  আর্থিক সহয়তা প্রদান করেছে গ্রামীণ ব্যাংক সাপাহার এরিয়া ।
 মঙ্গলবার (৫ মে )   গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস সাপাহার এর  আয়োজনে  পত্নীতলা  শাখা সহ  এরিয়ার  ১৩ টি শাখা কার্যালয়ে   কর্ম এলাকার বিভিন্ন গ্রামের  অতি দরিদ্র  ৬৫ জন সংগ্রামী সদস্যর পরিবারের মাঝে প্রত্যেক কে চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি , আলু ৮ কেজি লবণ ২ কেজি , পেয়াজ ৪ কেজি , তেল ২ লিটার , সাবান ৪ টি মাস্ক ১টি সহ  নগদ ৬ শত টাকা, মোট ৩ হাজার ২ শ টাকার ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
যোনাল ম্যানাজার মল্লিক বক্তিযার হোসেনের তত্ত্বাবধানে  এরিয়া ম্যানেজার সেলিম পারভেজের  নেতৃত্বে প্রোগ্রাম অফিসার আব্দুল জলিল,  হাতুড় মহাদেব পুর শাখার শাখা ব্যবস্থাপক  দুরুল হুদা , সে: অফিসার শাহিন হোসেন , পত্নীতলা শাখার ব্যবস্থাপক নূরুল ইসলাম , সেকেন্ড অফিসার শফিকুল ইসলাম  শিরন্টি শাখার  শাখা ব্যবস্থাপক  নজরুল ইসলাম , তেতুলিয়া পোরশা  শাখার ব্যব্স্থাপক জাহিদ হাসান , এরিয়া সভাপতি শয়ন তালুকদার , সাধারণ সম্পাদক  ওয়াশিম আলী সরদার  সহ  এরিয়ার  মোট ১৩ টি শাখার সহকর্মীরা এ ত্রাণ বিতরণ করেন ।
 যোনাল ম্যানাজার মল্লিক বক্তিয়ার হোসেনে বলেন প্রধান কাযালয়ের র্নিদেশনায় মাঠ পর্যায়ে আমাদের কিস্তি কালেকশন বন্ধ আছে তবে আমানত লেন দেনের জন্য  স্বল্প আকারে ব্যাংকিং সেবা চালু আছে  , এ সময়  তিনি সকলকে ঘরে থাকতে, সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে এবং সামাজিক দূরত্ব¡ বজায় রাখার জন্য পরামর্শ দেন  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *