দাউদকান্দির (উঃ) মোহাম্মদপুর গ্রামে নিজের মেয়ের জামাই সন্ত্রাসীদের নিয়ে সম্পত্তি দখল করে লাল নিশান ও নগদ ৪ লক্ষ টাকা লুটকরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার মেয়ের জামাই মোঃ আলাউদ্দিনের নেতৃত্বে ২০-৩০ জনের ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে দীর্ঘ ৬ মাস যাবত আব্দুল লতিফ এবং তার ২ ছেলের পরিবারের সকল সদস্যকে প্রাননাশের হুমকি গ্রামে প্রবেশ করে ফসলী জমীতে লাল নিশান লাগিয়ে যাওয়ার সময় এলাকার নিরীহ মানুষ বাঁধাদিলে ৩-৪ জনকে মারধর করে পালিয়ে যায়।
বিষয়টির সুষ্ঠু সমাধানের জন্য ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ মোখলেছুর রহমান পাঠান এবং সাধারণ সম্পাদক সাইদুল মেম্বার গ্রাম্য শালিশের ডাকে কিন্তু আলাউদ্দিন এবং তার পরিবারের সদস্যরা শালিশে উপস্থিত হননি।
গত রবিবার ১৩/৯/২০২০ তারিখ আলাউদ্দিন এবং তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনীরা আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশ ছাড়া আব্দুল লতিফ প্রধানের জমিতে লাল নিশান লাগিয়ে যায়।
১৯ সেপ্টেম্বর আবু হানিফ প্রতিবাদ করায় আলাউদ্দিনের ভাড়াটে সন্ত্রাস বাহিনী আবু হানিফকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।
তারপর দফায় দফায় আটিপাড়া বাসী হালিমা,মহিউদ্দিন এবং উত্তর মোহাম্মদপুর বাসী দেলোয়ারকে ও সন্ত্রাস বাহিনীরা মারধর করে।
এমনকি গতকাল আব্দুল লতিফ এবং তার প্রতিবেশী হালিমার ঘরবাড়ি ও ভাঙ্গচুর করে সন্ত্রাসী বাহিনীরা।
এব্যাপারে দাউদকান্দি মডেল থানার একটি অভিযোগ দায়ের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।