দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী
শেখের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষী ও ইন্দনদাতাদের শাস্তির দাবীতে বগুড়ার
আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করা হয়েছে। আজ ৯ সেপ্টেম্বর বুধবার
আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১০টা থেকে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ
কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার একেএম আব্দুল্লাহ বিন
রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার
রহমান, আবির উদ্দিন খান, আনছার আলী, শফিউল, আবু তাহের, বাংলাদেশ মুক্তিযোদ্ধা
পরিবার সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাইদুজ্জামান তোতা, উপজেলা সন্তান কমান্ডের নেতা রাশেদুল ইসলাম রাজা, খোকন, মামুন, নুর ইসলাম প্রমূখ নেতৃবর্গ। মানববন্ধনে বক্তারা দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহি
কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার উদ্দেশ্যে
সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।