দৈনিক আজকের মেঘনা ডট কম স্টাফ রিপোর্টার লিটন সরকার বাদল,
দাউদকান্দি মডেল থানার আয়োজনে গণশুনানী হলে “পুলিশ সুপার আন্তঃজেলা ক্বিরাত, হামদ্/নাত ও আজান” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্বিরাত প্রতিযোগীতায় ক,খ,গ, ৩ টি গ্রুপে প্রথম স্হান অধিকার করেন,(ক) আবরারুল হক, বাড়াগাঁও দারুণ কুরআন মাদ্রাসার মোঃ আবারারুল হক, (খ) শ্রীচাইল মোহাম্মদপুর ইসলামীয়া আলীম মাদ্রাসার আবু জাহিদ, (গ) ঢাকারগাঁও আলীম মাদ্রাসার মোঃ আনোয়ার হোসেন। হামদ্ /নাত প্রতিযোগিতায় ক,খ,গ, ৩ টি গ্রুপে প্রথম স্হান অধিকার করেন, (ক) বাড়াগাঁও দারুণ কুরআন কওমি মাদ্রাসার মোঃ তানভীর, (খ) দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মোসাম্মৎ সাদিয়া ইসলাম, (গ) কাউয়াদি হাফেজিয়া মাদ্রাসার মোঃ ইকবাল হোসেন।
আজান প্রতিযোগীতায় ক,খ,গ, ৩ টি গ্রুপে প্রথম স্হান অধিকার করেন, (ক) জামেয়াআরা তাহফিজুল মাদ্রাসার মোঃ সারাফাত, (খ) বাহেরচর ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মোঃ ফারহান হোসেন, (গ) কাউয়াদি ফাজিল মাদ্রাসার মোঃ ইকবাল হোসেন।
প্রতিযোগীতায় দাউদকান্দি উপজেলার ৪০ টি স্কুল, কলেজ ও মাদ্রাসার ১৫০ জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুনুর রশিদ, ইসলামি ফাউন্ডেশনের নেত্রীবৃন্দসহ বিচার মন্ডলী।