নওগাঁর সাপাহারে খাড়ি থেকে নুরুন্নবী (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাদ নিশ্চিতপুর গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে নুরুন্নবী ২৩ আগস্ট সন্ধ্যায় একটি কোদাল নিয়ে জমি দেখার কথা বলে বাহিরে যায়, এরপর আর ফিরে আসেনি সে। পরিবারের লোকজনসহ এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। ঘটনার পরদিন খাড়িতে তার পরনের লুঙ্গী ও সাথে থাকা কোদাল উদ্ধার করে স্থানীয়রা। এতেই এলাকাবাসী ধারণা করেন সে খাড়িতে পড়ে যেতে পারে। ঘনটাটি সাপাহার থানা পুলিশকে জানান স্থানীয়রা। খবর পেয়ে মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন ও সাপাহার থানা পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস টিমের ডুবরি দল গোয়ালা ইউনিয়নের বটতলা ডাঙ্গা খাড়ির সুইচগেট এলাকা হতে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনা স্থলে উপস্থিত ছিলেন। তিনি সহ স্থানীয়রা ঘটনা নিশ্চিত করে জানান, খাড়ির পানিতে পড়েই তাঁর মৃত্যু হয়েছে।