কুমিল্লার মেঘনা উপজেলায় গত ১৭/০৮/২০২০ইং তারিখে 8 নং ভাওর খোলা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসী ওপর সন্ত্রাসী হামলা হয়। জানা যায় নিজ ইউনিয়ন কদমতলা ইস্টার্নে প্রেশার চেক করার জন্য একটি ফার্মেসিতে যান, ওখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা হঠাৎ করেই এলোপাতাড়ি হামলা চালায়, ওনার সাথে থাকা লাইসেন্সকৃত পিস্তল ম্যাগাজিনসহ ৫০ রাউন্ড গুলি সন্ত্রাসীরা ছিনিয়ে নেয় পরে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে এলাকাবাসীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে মামলা নং ০৩ পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয়েছে ছিনিয়ে নেওয়া পিস্তল একটি ম্যাগজিনসহ ২৭ রাউন্ড গুলি। এ নিয়ে আজ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে পরে সহকারি পুলিশ কমিশনার ফজলুল করিম ও মেঘনা থানা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ মিছিলকৃত লোকজনদের আশ্বস্ত করেন সন্ত্রাসীদের বিচার হবে বলে ঘরে ফিরতে বলেন। পরে লোকজন ঘরে ফিরে যায় ফিরে যায়।