কুলিয়ারচর বাজারের পক্ষ থেকে নব-যোগদানকৃত ওসি সুলতান মাহমুদকে ফুলদিয়ে বরণ।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নব-যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) কুলিয়ারচর বাজারে ব্যবসায়ীদের সাথে নব-যোগদানকৃত ওসি’র পরিচয় ও মতবিনিময় সভায় কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে ওসি এ কে এম সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয় বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল ও সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন । পরে কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল এর সভাপতিত্বে ওসি’র পরিচয়পর্ব শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাজারের ব্যবসায়ী ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.