কুলিয়ারচরে সাংবাদিকদের পক্ষ থেকে নব-যোগদানকৃত ওসিকে  ফুল দিয়ে বরণ।

ঢাকা বিভাগ কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে নব-যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে থানা হলরুমে থানা পুলিশ কর্তৃক আয়োজিত সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় সভায় নব-যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা প্রদান করেন, স্থানীয় সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মো. আনোয়ারুল হক আমান, মো. মাঈন উদ্দিন, মোহাম্মদ আরীফুল হক, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. নূরুন্নবী, মো. জুয়েল মিয়া, নারী সাংবাদিক মোছা. শুভ্রা, ফারজানা আক্তার ও শাহীন সুলতানা। এ সময় সাথে ছিলেন, থানার ওসি (তদন্ত) কাজী মাহ্ফুজ হাসান ছিদ্দিকী, কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক মো. রফিকুল বাহার, মো. জাহিদুল ইসলাম সোহাগ ও আওয়ার কুলিয়ারচর ডটকম এর এডমিন আলী হায়দার শাহীন প্রমূখ। মতবিনিময় সভায় নব যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সুলতান মাহমুদ সাংবাদিকদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে বলেন, তিনি এ থানায় নতুন এসেছেন। এ উপজেলা থেকে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং, বাল্যবিবাহ, দালালচক্র ও টাউট-বাটপারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলার সকল শ্রণিপেশার মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, অামরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ। অত্র এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য কোন রকম টাকা পয়সা দিতে হবে না। নির্যাতিত অসহায় মানুষ অভিযোগ নিয়ে থানায় অাসলে অামাদের পুলিশ বিনা পয়সায় অভিযোগ লিখে দিবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা সমাজের আয়না। আপনাদের লিখনির মাধ্যমে সমাজের ভালো মন্দ ও অপরাধমূলক কর্মকান্ড ফুটে উঠে। দায়িত্ব পালন করতে গিয়ে আমিও যদি কোন প্রকার অপরাধ করি তাহলে আপনারা সেটাও লিখবেন। আমার থানার কোন অফিসার কিংবা পুলিশ সদস্য ঘুষ দূর্নীতিসহ কোন প্রকার অপরাধ কর্মকান্ডের সাথে জড়িত থাকে তাহলে প্রথমে আমাকে অবগত করবেন। আমি ব্যবস্থা নিতে না পারলে আপনারা তাও লিখবেন। আমি চাই আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদের সহযোগীতা করে যাবেন। পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশীরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। আমার আহবানে আপনারা আজকের মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক ভাবে খুশি হয়েছি। তিনি কুলিয়ারচর থানায় যোগদান করার পর থেকে থানার অাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে দ্বারাবাহিক ভাবে মতবিনিময় করে আসছেন। এসব মতবিনিময় সভায় তিনি মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড কঠোর হস্তে দমনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এই সব অপরাধ দমনে সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, থানার সেকেন্ড অফিসার এস আই মো. আজিজুল হক। জানা যায়, তিনি গত ৯ জুলাই বৃহস্পতিবার রাতে কুলিয়ারচর থানায় যোগদান করার পর থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছেন। উল্লেখ্য, গত ৯ জুলাই বৃহস্পতিবার কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই তালুকদার সরকারী আদেশে জরুরী ভিত্তিতে মাদারীপুর জেলায় বদলীর আদেশ পাওয়ার সাথে সাথেই ঢাকা রেঞ্জ অফিস থেকে ইন্সপেক্টর এ কে এম সুলতান মাহমুদ কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে রাত ১১ টার দিকে ওসি আব্দুল হাই তালুকদারের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.