আজ বৃহস্পতিবার সকাল দশটায় তিতাস উপজেলার কলাকান্দিস্ত নিজ অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন। কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিএনপি’র সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান সেলিম ভূঁইয়া স্ব-ইচ্ছায় পারিবারিক কারণে নিজের স্বপ্নের দল থেকে ২০ বছরের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মেহেদী হাসান সেলিম কে দেখা যেত সক্রিয় ভূমিকা ছিলন। রাজনৈতিক বা প্রভাবশালীদের কোন চাপে কি আপনি বিএনপি থেকে তার পদত্যাগ করছেন? উপস্থিত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবেমেহেদি হাসান সেলিম ভূঁইয়া বলেন আমি কোনো রাজনৈতিক চাপে বা কারো কোন পরামর্শ নয়, আমি নিজে স্বেচ্ছায় অব্যাহতি ও পদত্যাগ করেছি। এ সময় অশ্রু ঝরা কন্ঠে ভেঙে পড়েন মেহেদী হাসান সেলিম। আমার নিজ ইচ্ছায় আমি পদত্যাগ করেছি, আমার পদত্যাগের কারণে সকলের কাছে অনুরোধ করছি রাজনীতিক কোন সহযোদ্ধা বা আমার বন্ধমহলে কারো মনে আঘাত লেগে থাকে এর জন্য আমি ক্ষমা প্রার্থী,কেউ যদি আমার এই পদত্যাগের কারণে কষ্ট পেয়ে থাকেন তাহলে্ আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন । তবে রাজনৈতিক থেকে অব্যাহতি নিলেও ব্যক্তিগত উদ্যোগে সামাজিক ও কল্যাণমূলক করার আশবাদ ব্যক্ত করেন।