আলহাজ্ব মাওলানা ছফিউল্লাহ খন্দকার পীর সাহেবের দাফন সম্পূর্ণ। বিভিন্ন মহলের শোক প্রকাশ।

দাউদকান্দি উপজেলা

 

৭ জুলাই ২০২০ মঙ্গলবার, দাউদকান্দি উপজেলার শহীদনগ ইউনিয়নের চাঁদগাও মৌলভিবাড়ির ঐতিহাসিক মসজিদের সংস্কার, আধুনিকায়ন, মদিনা কমপ্লেক্স প্রতিষ্ঠাতা ও দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মাওলানা ছফিউল্লাহ খন্দকার পীর সাহেব

ভোরে রাজধানীর ইমপালস হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

এই করোনাকালে করোনা আক্রান্ত হয়ে তার বিদায় আমাদের বেদনার্ত করে। তিনি সত্যিকার অর্থেই অভিভাবক ছিলেন দাউদকান্দিবাসীর তারমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

চাঁদগাও মদিনা কমপ্লেক্স এ সামাজিক দূরত্ব বজায় রেখে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নামাজের জানাজা শেষ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পূর্ণ হয়।

এইগুণী মানুটাকে হারানোর বেদনা আমাদের সবার, তবু তার পরিবার যেন এই শোক সইতে পারে, সেই প্রার্থনা। আর নিশ্চয়ই পরকালে সর্বোচ্চ মর্যাদা পাবেন।

বাবার জানাজায় পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বড় ছেলে ছালামতুল্লা খন্দকার।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোঃ সুবিদ আলী ভূইয়া, বিএনপি স্হায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া, দাউদকান্দি পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,

জানাজায় উপস্থিত ছিলেন,

দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, আওয়ামীলীগের নেতা ব্যারিষ্টার নাঈম হাসান, মোঃ বশিরুল আলম মিয়াজি, জুরানপুর আদর্শ বিশ্বিবদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, মোঃ মোহতাসিম বিল্লাহ স্বপন, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ জসিমউদ্দীন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলমসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীকে উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.