মোড়া একসাথে কাজ করি, স্মৃতিকে লালন করি, এমন মানবতার স্লোগানে দাউদকান্দি মডেল থানার গণশুনানি হলে দাউদকান্দি মডেল থানার আয়োজনে পুলিশের বিদায়ী সদস্য কনস্টেবল মোঃ হারুন অর রশিদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেকেন্ড অফিসার এসআই মোঃ রফিকুল ইসলাম জামান, এসআই মোঃ গোলাম আযম, এসআই মোঃ রাকিব হোসেন।
পুলিশের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কনস্টেবল কমল কদর ও এসআই মোঃ রাকিব হোসেন।
বিদায়ী পুলিশ সদস্য কনস্টেবল মোঃ হারুন অর রশিদকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা কেষ্ট তার হাতে তোলে দেওয়া হয়।
এসময় দাউদকান্দি মডেল থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন, অনুষ্ঠান পরিচালনা করেন, ডিউটি অফিসার এসআই মোঃ শাহাদাৎ হোসেন।