দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের বেজই অফিসে মাধ্যমিক বিদ্যালয় পর্যায় অনলাইনে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনের দুর্নীতি দমনে আইনের চেয়ে নৈতিকতা বোধই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে শিরনামে গতকাল সকাল ১০টায় অনলাইনে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দর্শনা ওয়েভ ফাউন্ডেশনের বেজই অফিস সভা কক্ষ থেকে এ বির্তক প্রতিযোগিতায় অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে জীবননগর শাপলাকলি আর্দশ বিদ্যালয়ের ছাত্রী দলনেতা হিসাবে অন্তিকা বিশ্বাস বিজয়ী হয় এবং জীবননগর থানা পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী দল হিসাবে জয়ী হয়েছে। এ প্রতিযোগিতায় মডারেটর ও বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন উথুলী ডিগ্রী কলেজের ইংরাজী প্রভাষক সায়েমুল হক টিপু এবং বিচারক হিসাবে আরো দায়িত্ব পালন করেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক মিল্টন কুমার সাহ ও বড় শলুয়া ডিগ্রী কলেজে বাংলা প্রভাষক আব্দুল করিম। ঢাকা অফিস থেকে অনলাইন নিয়ন্ত্রন করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকতা ইফতেখার হোসেন। সকল অনুষ্ঠান পরিচালনা সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও সিনিয়ার প্রোগ্রাম অফিসার ইসরাইল হোসেন খান টিটো। বির্তক প্রতিযোগিতায় অংশ নেন জীবননগর পাইলট সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে ছিলেন, অন্তিকা বিশ্বাস, আয়শা খাতুন ও জাকিয়া সালতানা ও এবং বিপক্ষে শাপলা কলি মাধ্যমিক বিদ্যালয়ের সাদমান সাকিব পান্থ, তানভীর রানা ও তন্ময় রহমান তুর্য।