দাউদকান্দির বরকোটা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামের নেতৃত্বে এসআই গোলাম আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা জুরানপুর থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদুল ইসলামকে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায় ,গত ৩০ মে রাত ১০ টার দিকে বরকোটা স্কুল এন্ড কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে পৈত্রিক বসত বাড়িতে একা পেয়ে একই এলাকার জাহিদুল ইসলাম ঘরে প্রবেশ করে ভয়-ভীতি ও ছুড়ি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ধর্ষক জাহিদুল ইসলাম ভূইয়া দাউদকান্দি উপজেলা কাটারাপাড়া গ্রামের মো: আলী নেওয়াজ ভূইয়ার ছেলে।
এব্যাপারে গত ৭ জুন দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ৯(১)/৩০ ধারায় মামলা দায়েরের পর আসামিকে কুমিল্লা জেলা হাজতে প্রেরণ করা হয়।