মানুষ মানুষের জন্য, একটু সহানো ভূত কি? মানুষ পেতে পারে না, পারে এটার জলন্ত উদাহরণ কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। মানবতায় মানুষের মুল চাবিকাঠি।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম মহোদয়।
তবে তিনি শুধুই যে কুমিল্লাবাসীর কল্ল্যানেই কাজ করছেন তা কিন্তু নয়, নিজের জন্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মানুষের সকল ধরনের সাহায্য সহযোগীতা থেকে করে শুরু করে উপজেলার মানুষের সকল ধরনের কল্যানে সবসময় পাশে থাকেন স্যার। তাই আজ তিনি শিবগঞ্জ উপজেলার মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন।
হটাৎ রাত দুইটার সময় ফেসবুকে এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তি খাবারের জন্য আহজারী কন্ঠে কান্না।
কেউ যখন এই করোনা ভাইরাসের সময় এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তির পাশে এক মুঠো ত্রান বা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি?
ঠিক এই সময় রাতেই মানবতার সেবক কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার, এই দৃষ্টিপ্রতিবন্ধী জীবন নামের, (মোবারক ইউনিয়ন টোলবাড়ীর বাসিন্দা)এর বাসায় ৫০ কেজি চাউল এবং আর্থিক উপহার সামগ্রী পৌছে দেওয়ার ব্যাবস্থা করেন।
এমন মানবতার পুলিশ কর্মকর্তা’র প্রতি দেশের সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।