দরিদ্র কৃষক তানজিলুর রহমানের জমির ধান কেটে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
মঙ্গলবার সদর উপজেলার ট্যাংরামারি গ্রামের নবগঙ্গা খালপাড়া মাঠে সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ ধান কেটে দেয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দরিদ্র কৃষক তানজিলুর রহমান নবগঙ্গা খালপাড়া মাঠের পাঁকা ধান কাটতে পারছিলেন না অর্থের অভাবে। বিষয়টি জেলা পুলিশকে অবগত করেন কৃষক। পরে মঙ্গলবার সকালে থেকে জেলা পুলিশের ২০ সদস্য কৃষকের জমির ১ বিঘা ধান কেটে দেন। ধান গুলো শুকানো হলে ঝেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
কৃষকের ধানা কাটায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার কনক কুমার দাস, সদর থানার ওসি আবু জিহাদ প্রমুখ।
অতিরিক্তি পুলিশ সুপার আবু তারেক জানান, দরিদ্র কৃষক অর্থের অভাবে ধান কাটতে পারছে না বলে বিষয়টি পুলিশ সুপারকে জানায়। পুলিশ সুপারের নির্দেশে পুলিশ সদস্যরা কৃষকের ধান কেটে দেয়। বর্তমানে দেশে করোনা ভাইরাসের জন্য জেলা পুলিশ সাধারণ মানুষের পাশে সার্বিক সহযোগিতার জন্য আছে থাকবে।