কুমিল্লার মেঘনা উপজেলা মানিকারচর ইউনিয়নে শিখিরগাও গ্রামে, চিরকুমার পীর গোলাম মোস্তফা শাহন শাহের দরবার শরীফের উদ্যোগে, করোণা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া, প্রায় ৩০০ ফ্যামিলি এর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, দরবার শরীফ এর স্বেচ্ছাসেবকরা গাড়িতে করে বাড়ি বাড়ি পৌঁছে দেন এই খাদ্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের সভাপতি মোঃ মোবারক হোসেন। মোঃ হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় মোট ছয়টি গ্রামে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়, সহযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল আউয়াল, মোঃ মোখলেছুর রহমান, মোঃ শাহিন, মোঃ সাদ্দাম, মোঃ আল-আমিন, মোঃ ওয়াহেদ মিয়া, মোঃ মামুন, নুরুল ইসলাম সহ আরো অনেকেই।