নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা যুবলীগ অহবায়ক নূরে জান্নাত ময়নার নিজ উদ্যোগে প্রতিদিনের ন্যায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার শিমুলতলী গ্রামে গিয়ে করোনা ভাইরাসের বিস্তার রোধে ঘরে থাকা কর্মহীন দুস্থ্য অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে সামর্থ্য অনুযায়ী নিজ অর্থায়ানে খাদ্য সামগ্রী বিতরণ করেন ময়না।
উল্লেখ্য যে প্রতি সন্ধ্যারাতে নিজ সামর্থ্য অনুযায়ী নারীনেত্রী ও উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক নূরে জান্নাত ময়না উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ঘর বন্দী ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
ময়না বলেন, করোনার কারনে কর্মহীন ঘরে থাকা দুস্থ্য অসহায় পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে পরিস্থিতি সাভাবিক না হওয়া পর্যন্ত সামর্থ্য অনুয়ায়ী এ কার্যক্রম অব্যাহত থাকবে।