করোনাভাইরাসের আতস্ককে পুঁজি কেরে সুনামগঞ্জের ধর্মপাশায় নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে পাঁচ অসাধু ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে ধর্মপাশা সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মর্কতা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা প্রজেশ চন্দ্র দাস,এস আই সুহেল মাহমুদ,প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব জানান, করোনা ভাইরাসের আতঙ্ককে পুঁজি করে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন এ অভিযোগে উপজেলা সদরে বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় খবরের সত্যতা পাওয়ায় পাঁচ কারবারিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পারে তার জন্য উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে