দিনাজপুরের বীরগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে বিএনপি নেতার খাদ্যসামগ্রী বিতরণ করছেন। দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও বীরগঞ্জ উপজেলা সদস্য মো: রেজাওয়ানুল ইসলাম (রিজু) আর্তমানবতার সেবায় নিয়োজিত ২২ এপ্রিল ২০২০ বুধবার সকাল ৮ টায় দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজ রোডস্থ বিএনপি নেতার নিজস্ব বাড়ি থেকে করোনা ভাইরাসে কোভিড-১৯) ক্ষতিগ্রস্থ ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। দিন ব্যাপী সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রমের মাধ্যমে পরিবার প্রতি ৩ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু সহ সবজি নিত্যপালনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলার সদস্য মো. রেজাওয়ানুল ইসলাম (রিজু) ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফজলে আলম (শাহীন), বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাজাহেদুল ইসলাম (মাজু),মোঃ জবব্বার, মোঃ মাহফুজ নাসিম (শুভ), মোঃ ওবাইদুল রহমান, মোঃ মঞ্জুরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীবৃন্দ ও আনসার বাহিনীর ১০জন সদস্য উক্ত খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন।