কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারের সকল ব্যবসায়ীদের ইজারা মুক্ত করে দিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। প্রায় দেড়শ’ বছরের পুরনো ওই বাজারটি নৌপথ ও স্থল পথের যোগাযোগের সুবিধা থাকায় নরসিংদী, বাঞ্ছারামপুর, নবীনগর, কসবা, হোমনা, মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার লোকজন পাইকারী মালামাল সুলভ মূল্যে নিতে আসেন এখানে। তাঁত, পাট ও কুমার পল্লীর জন্য বিখ্যাত এ বাজারটি চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বাজার নির্বাচিত হয়েছিলো একাধিকবার।জানা যায়, করোনার প্রাদুর্ভাবে লোকজনের আনাগোনা কমে যাওয়ায় বিপাকে পরেন রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ীরা। তাদের এই সমস্যা কিছুটা লাঘব করতে এমপি ইউসুফ হারুনের নির্দেশনায় বাজারের সকল দোকানকে ইজারা মুক্ত ঘোষণা দিয়েছেন সাবেক ইউপি সদস্য ও ইজারাদার আবু হানিফ।ইজারাদার আবু হানিফ বলেন, মাননীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশনায় রামচন্দ্রপুর বাজারের সকল ব্যবসায়ীদেরকে ইজারা মুক্ত করা হয়েছে। এখানে প্রায় ৩ হাজার দোকান রয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এটি বহাল থাকবে।