মিয়ানমারে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় পাইলটসহ ৫জন আহত হবার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পাওয়া যায়নি।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন।
মিয়ানমার টাইমস সূত্রে জানা যায়, ইয়াংন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টার সময় ‘এস টু এজিকিউ’ বিমান বিমান বিধ্বস্ত হয়েছে। বর্তমানে বিমান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা বিডি২৪লাইভকে বলেন, ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন। সবাই এখন নিরাপদে রয়েছেন। তবে রানওয়ে থেকে ছিটকে পড়ার কারণ আমরা এখনও জানতে পারনি।