বাড়ি ফেরা হবে নাকি জানি না। করোনা আক্রান্ত হয়ে যদিও মারা যায় পুলিশ কর্তৃপক্ষের নিকট আবেদন। লাশটা ফ্যামিলিকে বুঝে দিয়ে সামনে থেকে দাফন করে দিয়ে আসবেন। কারণ আমরা তো পুলিশ আমাদেরকে দেশের জনগণ আলাদা চোখে দেখে, আমরা মারা গেলে অনেকে খুশী হয়। আর মহামারী করোনা ভাইরাসে মৃত্যু হলে তো কোন কথা নেই পাশে কেউ থাকবে না দাফন করার জন্য। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
#তুমি কি জানো না #মা অনির্দিষ্ট কালের জন্য তোমার ছেলের ছুটি বাতিল করা হয়েছে।
যাদের দেখে ডাক্তার রা পর্যন্ত ভয়ে দূর থেকে কথা বলে,,,আজ তোমার সেই ছেলেটি তার বাসায় গিয়ে বাজার করে দিচ্ছে।
তোমার ছেলেটি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে,, নিজে নিরাপত্তাহীনতায় ভুগছে।
তুমি কি দেখেছো মা,এই রোগের আক্রান্ত ব্যাক্তির মৃত্যুর পর নিজের পরিবারের কেউ যাইনি দাফন দিতে,,,নিজের কথা চিন্তা না করে গিয়েছে তোমার ছেলে,,,
মা খুব ইচ্ছে করে একটিবার তোমার চরণতলের সেই জান্নাত টি স্পর্শ করতে। জানি না আর স্পর্শ করা হবে কি না। দোয়া করিও মা,,তোমার সেই ছেলেটি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এক মরন যুদ্ধে নেমেছে।
সবার প্রতি অনুরোধ কোনো ভুল
করে থাকলে ক্ষমা করে দিবেন,,,
প্লিজ
আপনি আপনার পরিবারের জন্য ঘরে থাকুন
আমরা আপনার জন্য বাইরে আছি।
ঘরে থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন
সামাজিক দূরুত্ব বাজায় রাখুন ..