চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভ্রম্যমাণ ভ্যনের আনুষ্ঠানিক উদ্বোধন। 

লাইফস্টাইল সাক্ষাতকার
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে বাজারে নয় ঘরে বসে ক্রয় করুন’। নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন’ এই  স্লোগান  সামনে রেখে চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সংক্রান্ত ভ্রাম্যমাণ নিত্য প্রয়োজনীয়  ভ্যান চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর থেকে এই ভ্রাম্যমাণ ভ্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সহযোগীতায় জেলা প্রশাসন, জেলা মার্কেটিং অফিস, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও কাঁচা বাজার কমিটি। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি হ্যান্ড মাইক দিয়ে প্রচার করেন এবং বলেন, করোনাভারাস থেকে রেহায় পেতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সারা বিশ্বেসহ বাংলাদেশে করোনাভাইরাস যেভাবে মহামারি আকার ধারণ করেছে এর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, আমাদের যার যার অবস্থান থেকে বাড়িতে থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবেন না। সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। আপনারা আপনাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করুন আমরা ন্যায্যমূল্যে আপনাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যার যার বাড়িতে পৌছে দিবো। এ সময় উপস্থিত ছিলেন এনডিসি সিব্বির আহমেদ, জেলা মার্কেটিং অফিসার সহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *