করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ ১শ ৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। গত সোমবার (১৩ এপ্রিল) আতাসন গ্রামের তরনী কান্ত দাসের পরিবারের পক্ষ থেকে এসব পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপুর ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনু মিয়া, সমাজকর্মী কানাইলাল দাস প্রমুখ।