রোববার (১২এপ্রিল) সকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের উদ্যোগে কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে সরকারী নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা। এমন সময় সরকারের পাশাপাশি ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচের শিক্ষার্থীরা সহযোগীতার হাত বাড়িয়ে কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, ১৯৮৯ ব্যাচের ছাত্র কামরুজ্জামান লিটন, পিযুষ কান্তি রায়, মাহফুজ আলম, রফিকুল ইসলাম টিটু ও আবুল কাশেম।