দিনাজপুর জেলার সরকারী আইন কর্মকর্তা’র (পিপি. শীপ ও জিপি শীপ) উদ্যোগে করোনা সংক্রমণ প্রতিরোধে কাজকর্ম বন্ধ থাকায় কর্মহীন নবীন ও স্বল্পআয়ের আইনজীবীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে দিনাজপুর জজ কোর্ট পাবলিক প্রসিকিউটর’র (পিপি) কার্যালয়ে নবীন ওস্বল্পআয়ের আইনজীবীদের মাঝে আর্থিক সহযোগিতার অনুদান তুলে দেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. মো. রবিউল ইসলাম রবি। এ সময় মো. রবিউল ইসলাম রবি বলেন, সারা বিশ্ব থমকে আছে প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে। ইতিমধ্যে আমাদের দেশেও এই করোনাভাইরাসে অনেকেই আক্রান্ত হয়েছেন এবং আক্রান্ত হয়ে অনেকেই মৃত্যুবরণ করেছেন। তাই এই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার সাধারণ ছুটি ঘোষনা করেছেন। যাতে সবাই ঘরে থাকেন এবং করোনাভাইরাস সংক্রমণ থেকে দেশকে মুক্ত রাখা যায়। এ অবস্থায় ভোগান্তিতে পড়েছেন নবীন ও স্বল্প আয়ের আইনজীবীরা। তিনি দরিদ্র ও স্বল্পআয়ের মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান
এ সময় অতিরিক্ত পিপি এ্যাড. হাজী মো. সাইফুল ইসলাম, স্পেশাল পিপি এ্যাড. সামসুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।