রাধানগর ইউনিয়নের ১০০০ পরিবারের পাশে মেঘনা যুবলীগের সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব।

জাতীয়
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান (মুজিব) নিজ ইউনিয়নের করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ১০০০ পরিবারের পাশে নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করবেন, জনপ্রতি পাবে।   
 ৫ কেজি চাউল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, জনাব মজিবুর রহমান (মজিব) এর সাথে কথা বললে তিনি জানান, এই লিস্টটা হল আমার ইউনিয়নের নিম্নবিত্তদের তালিকা, মধ্যবিত্ত অনেকেই আছেন হয়তোবা ওনাদের সমস্যার কথা ওনারা বলতে নারাজ, তবে আমার ইউনিয়নের যে কেউ, যে কোন সমস্যার সম্মুখীন হলে, সাথে সাথে আমাকে জানানোর অনুরোধ করছি, আমার মোবাইল নাম্বার ০১৭১০৯৫৫৪৪১ কারো কাছে কিছু না বলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, আমি আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, এসময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি হালিমা আক্তার, রেজাউল করিম আকাশ, মেহেদি হাসান বাবু, সাত্তার, নাজির, সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.