কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করে গন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক, করোনা ভাইরাস প্রতিরোধ সক্রান্ত জেলা কমিটির সভাপতি মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান সহ সংলিষ্টরা। এ আদেশের মধ্যে দিয়ে কুমিল্লা জেলাতে নতুন করে কোন যানবাহন, কোন ব্যক্তি প্রবেশ কিংবা বাহির হতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনা চলবে। আইন অমান্য করলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তবে জরুরী সেবাসমূহ শীতিল করা হয়েছে।