কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর বাজারে সোনালী ব্যাংক এর মেঘনা শাখা, অনেক আগে থেকে এই ব্যাংক মেঘনাতে থাকার কারণে, অধিকাংশ অ্যাকাউন্ট এই সোনালী ব্যাংকের, প্রায় ৪০ হাজার এর বেশি অ্যাকাউন্ট হোল্ডার নিয়ে অবস্থিত এই ব্যাংকটি, করোনার মধ্যেও মানুষের আসা যাওয়া অনেক, মানুষ ব্যাংকের ভিতরে এমন মাখামাখি অবস্থায় আছে, দেখে মনে হয় সেখানে করোনাভাইরাস প্রতিরোধী বিশেষ কিছু ব্যবহার করা হচ্ছে, এই অবস্থা বিরাজ করলে বিপদজনক অবস্থায় পরিণত হতে পারে সোনালী ব্যাংক, যদি কারো সাথে এই করোনা ভাইরাস থাকে তাহলে এখান থেকেই শুরু হতে পারে মেঘনার ধ্বংসলীলা, সোনালী ব্যাংকের সাপোটিং স্টাফ মোঃ ইব্রাহীম খলিল এর সাথে কথা বললে তিনি জানান, আমরা অনেক ভাবে বুঝিয়ে বলার পরও লোকজন কোনভাবে কথা শোনে না, আমার মনে হয় লোকজনের সাথে সাথে আমরাও এই করোনা ভয়াবহতা, বিপদজনক ঝুঁকিতে আছি।