দিনাজপুর জেলা পরিষদের অর্থায়নে বিরলের বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার ১২নং রাজারামপুর ও ০২নং ফরক্কাবাদ ইউপি’র বিভিন্ন গ্রামের শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে এ সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল ইসলাম রবি (পাবলিক প্রসিকিউটর)।
এ সময় পৃথক পৃথক বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন ১২নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মুকুল চন্দ্র রায়, ০২নং ফরক্কাবাদ ইউপি চেয়ারম্যান এ বি এম রাশেদুল কবীর রনি, ইউপি সদস্যগণসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।