ছাতকে করোনা ভাইরাস মোকাবলায় দক্ষিণ খুরমা ইউনিয়নের মানুষের নেই কোনো সচেতনতা।

বাংলাদেশ

সুনামগঞ্জ ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের মানুষের মধ্য অসচেতনতা বিরাজ করছে, সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রকঠে আতঙ্কিত, ঠিক তেমনি ভাবে কারোনা ভাইরাস মোকাবালায় বাংলাদেশে ও সবকিছু বন্ধ করে দিয়ে অতিপ্রয়োজন ছারা ঘর থেকে বাহির না হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক এমন সময় দক্ষিণ খুরমা ইউনিয়নের রাস্তাঘাট থেকে শুরু করে হাঠবাজার গুলোতে মানুষের প্রয়োজন ছারাও উপচেপড়া ভির থাকে।

নেই কোনো প্রশাসনিক প্রদক্ষেপ, ছাতক থানার আওতাধিন জাউয়া বাজার পুলিশ ফাড়ির ওফিসার ইনচার্যের সাথে মোঠোফোনে আলাপ করলে তিনি ব্যবস্তা নিবেন বলে যানান, কিন্তু আজও প্রশাষনিক কোনো প্রদক্ষেপ নেয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.