মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ ২৫মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বালাগঞ্জে গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপলক্ষে আজ বুধবার (২৫ মার্চ) বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বল্প পরিসরে আদিত্যপুর গণকবর ও গালিমপুর গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এছাড়া শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
আদিত্যপুর গণকবরে সকাল সাড়ে ৯টায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ। এসময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র ম-ল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) নির্মল চন্দ্র বণিক, তথ্য কর্মকর্তা আশরাফুন্নাহার, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন প্রমুখ। এ ছাড়া গালিমপুর গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন।