শহীদুজ্জামান রনি মেঘনা কুমিল্লাঃ
আজ মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ও রাধানগর ইউনিয়নের লক্ষনখোলা গ্রাম সহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস থেকে বাঁচা, ও সতর্কতা অবলম্বনে কি কি করা, মানুষের দ্বারে দ্বারে গিয়ে পরামর্শ দিয়ে যাচ্ছেন,অফিসার ইনচার্জ মেঘনা থানা
জনাব আবদুল মজিদ সাহেব সহ সঙ্গে মেঘনা থানার ফোর্স। ওসি আবদুল মজিদ বলেন জনগণ যদি আমাদের তথ্য দিয়ে সাহায্য করে, তাহলে আমরা এই করোনাভাইরাস, নিয়ন্ত্রণে অন্তত মেঘনা থানায় একটা পজেটিভ রেজাল্ট নিয়ে আসব ইনশাআল্লাহ।
তিনি জনগণের প্রতি অনুরোধ করেন এই করুণা ভাইরাসের সতর্কতাঃ অবলম্বন করার জন্য।
মরনব্যাধি করোনা ভাইরাস এর আক্রমণ থেকে
মেঘনার জনগণ কে নিরাপদ রাখার আশাবাদ ব্যক্ত করেন।