এবার চীনের করোনার টিকা পরীক্ষা শুরু

আন্তর্জাতিক

করোনার ভয়ঙ্কর থাবায় পুরো বিশ্ব এখন হুমকিতে। এদিকে যে দেশে শুরু করোনার ভাইরাসের থাবা সেই চীনেই করোনা ভাইরাসের টিকা পরীক্ষামূলকভাবে দেয়া শুরু করেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  চীনা স্বেচ্ছাসেবীদেরকে কোভিড-১৯’র টিকা দেয়া হয়েছে।

শনিবার (২১ মার্চ) দেশটির গণমাধ্যম জানায়,  চীনা গণমুক্তি ফৌজ সামরিক চিকিৎসা একাডেমির একটি গবেষণা দল এ টিকা বের করেছেন।

গবেষণা দলের নেতৃত্ব দেন জৈব হুমকি প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ চেন উই। ইবোলার টিকা তৈরির সফলতারভিত্তিতে কোভিড-১৯’এর টিকা তৈরির কাজ করা হয়। এ জন্য স্থানীয় কয়েকটি কোম্পানির সহায়তা নেয়া হয়েছে।

চীনা স্বেচ্ছাসেবীদের প্রথম দলের সবাই উহানের অধিবাসী এবং তাদের বয়স ১৮ থেকে ৬০। প্রথম দলকে চার ভাগে ভাগ করা হয়েছে এবং প্রতি ভাগে ৩৬ জন করে সদস্য রয়েছেন।

টিকা দেয়ার পর ১৪ দিন তাদের সঙ্গরুদ্ধ বা কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর টিকার জন্য তাদের শরীরে কোনও খারাপ বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় কিনা তা নির্ণয়ের জন্য গবেষকরা ছয়মাস তাদের ওপর নজর রাখবেন।

সোমবার মার্কিন গবেষকরা প্রথম করোনার পরীক্ষামূলক টিকা দেন। এর মাত্র ১৯ ঘণ্টা পরই চীনের টিকা পরীক্ষামূলকভাবে দেয়ার অনুমতি লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *