শহীদুজ্জামান রনি মেঘনা কুমিল্লাঃ কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নের, তুলাতুলি কাছারি কান্দি গ্রামে, মোহাম্মদ মাজহারুল ইসলাম নামে একটি লোকের, বুদ্ধি প্রতিবন্ধী ১৫ বছর বয়সী একটি মেয়েকে, ধর্ষণ করেছে কাচারী কান্দি জামে মসজিদের ইমাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করা সাক্ষীদের কাছ থেকে জানা যায় ০৩-০৩-২০২০ ইং সকাল ৬:৩০ ঘটিকা সময়, মসজিদের ভিতরে, উত্তর-পূর্ব কোণে একটি রুমের মধ্যে, মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে দর্শন করে, মেয়েটির চাচি মেয়েটিকে ডাকতে গেলে ঘটনাটি দেখতে পায়, পরে সাক্ষীদের সবাইকে জড়ো করে ঘটনাটি জানায়, মেয়ে এবং আসামির স্বীকারোক্তিতে জানা যায় প্রায়ই মেয়েটার সাথে এরকম ঘটনা ঘটেছে।
আসামি মসজিদের ইমাম, মোঃ শাহ আলম (৫৫) পিতা মৃত ফজর আলী প্রধান, সাং জিরু আইশ (পশ্চিম পাড়া) থানা চান্দিনা, জেলা কুমিল্লা।
এক ঘটনায় মেয়ের ফুফু বাদী হয়ে ০৬-০৩-২০২০ ইং থানায় একটি মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করতে, মেঘনা থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল মজিদ সাহেবের সাথে কথা বললে, উনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি গরিব বলে কেউ এগিয়ে আসেনি, কোনো মামলা করেনি, আমি জানতাম না জানার সাথে সাথে আমি আসামিকে ধরে এনেছি এবং আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।