শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অপরাধে মোঃ শহিদ মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানাসহ ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ ) বিকালে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার আজিজ এ রায় ঘোষনা করে ড্রেজার মেশিন জব্দ করে।
জানা যায়, মঙ্গলবার তারাকান্দি গ্রামের গোলাম মোস্তফা’র ছেলে মোঃ শহিদ মিয়া কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে ভূমি শ্রেণী পরিবর্তন করে পুকুর খনন করছিল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারার অপরাধে মোঃ শহিদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে ড্রেজার মেশিন জব্দ করে থানা পুলিশের হেফাজতে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে কুলিয়ারচর থানার এসআই মোঃ সুমন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স, স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ লায়েছ মিয়া, ভ্রাম্যমাণ আদালতের পেশকার উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মোঃ বিল্লাল হোসেন সাথে ছিলেন ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দকৃত মেশিন পানি উন্নয়ন বোর্ডে প্রেরণ করা হবে ।