বালাগঞ্জে ‘টিবিপিএল’ ক্রিকেটের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

বাংলাদেশ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ (সিলেট) থেকে ॥ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইউনাইটেড ক্রিকেট ক্লাবের উদ্যোগে তালতলা বশিরপুর প্রিমিয়ার ক্রিকেট লিগ ‘টিবিপিএল’র ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে স্থানীয় তালতলা মাঠে অনুষ্ঠিত এ লিগের ফাইনাল খেলার উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস। ফাইনাল খেলায় বড়ভাঙ্গা টা-ার্সকে ৫ উইকেটে হারিয়ে জয় টাইটানস চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ বদরুজ্জামান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনাইটেড ক্রিকেট ক্লাবের সভাপতি খন্দকার আব্দুর রকিব। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান মোস্তফা ও ধারাভাষ্যকার নাবিল হায়দার চৌধুরীর পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী খন্দকার আব্দুল বাসিত কালা, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলাউদ্দিন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওবায়দুল হক সুহেল, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিরমান উদ্দিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রভাষক মো. জাকারিয়া টিপু, যুক্তরাজ্য প্রবাসী মুহিব উদ্দিন মামুন, সমাজকর্মী মীর শানুর মিয়া, দৌলত মিয়া এবিন, খন্দকার জুনেদ আহমদ, খন্দকার বশর উদ্দিন, সামসুল হক লেচু, খন্দকার নূর মিয়া, মীর খায়রুল ইসলাম, খন্দকার আলমগীর হোসেন, খন্দকার রেজুওয়ান আলী, নাসির উদ্দিন সুমন, মীর শাহিন মিয়া, মীর লেখন মিয়া, ইউনাইটেড ক্রিকেট ক্লাবের কর্মকর্তা খালেদ আহমদ জয়, নাহিদ আহমদ, খন্দকার মঞ্জু, হাবিব খান, জাবেদ আহমেদ, রাজু আহমেদ, শাহান আহমদ, রাসেল আহমদ, মাহমুদুর রাহমান রায়হান, খন্দকার নাহিয়ান, খন্দকার ইলিয়াস, আব্দুর রহিম, খন্দকার ফাহাদ, সিজান আহমদ, ফয়ছল আহমদ, নাঈম আহমদ, আব্দুল কাদির, মারজান আহমদ, জাকির হোসেন, কামরুল ইসলাম, আনিছ আহমদ, তাহা, রায়হান আহমদ, মোহন আহমদ, ফারহান আহমদ, জামিল আহমদ, আব্দুর রহমান, ক্রীড়ানুরাগী জহিরুল ইসলাম জাকারিয়া, রাজিব আহমদ, শরিফ আহমদ, ইমানী চৌধুরী, শামীম আহমদ, খালেদ আহমদ, দিপু আহমদ, শাবলু মিয়া, নিরু মিয়া, জামিল আহমদ, মিজান আহমদ, মারুফ আহমদ, সুহেল আহমদ, সাবেল আহমদ প্রমুখ। ফাইনাল খেলা পরিচালনা করেন এমরানুর রহমান ইমরান ও সাজউদ্দিন সাজু। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন বিজয়ী দলের সাকের আহমদ এবং ম্যান অব দ্যা টুর্ণামেণ্ট হয়েছেন বিজয়ী দলের জহিরুল ইসলাম জাকারিয়া। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও কৃতি খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.