লিটন সরকার বাদল,
মানুষ মানুষের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…..
বিখ্যাত গায়ক ভূপেন্দ্র হাজারীর এই গানটি মনে করিয়ে দিলো, দাউদকান্দি উপজেলা শাখার জাগো হিন্দু পরিষদের সদস্যরা। পাড়ে এটার প্রমাণ নিজেরাই! , দাউদকান্দি উপজেলার
গৌরিপুর গ্রামের স্বর্গীয় উত্তম কুমার শীলের পরিবার খুব অসহায় অবস্থায় জীবন যাপন করছে।
তাই ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার সদস্যা ছুটে যায় সেখানে, স্বচক্ষে পরিবারের অবস্থা দেখে খুব মর্মাহত হন। ছবিতে যেই ভাঙ্গা ঘর টি দেখছেন সেইটি স্বর্গীয় উত্তম কুমার শীলের। ঘরটিতে কোনো চাল নেই,একদম খোলা আকাশের নিচে বসবার করছে এই অসহায় পরিবারটি।
তাৎক্ষণিক জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার পক্ষ থেকে ঘরটি মেরামতের জন্য নগদ ১১,০০০ টাকা মৃত উত্তম কুমার শীলের স্ত্রী হাতে তুলে দেওয়া হয়।
এবিষয়ে জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি শাখার উপদেষ্টা বাবু রিপন দেবনাথ বলেন, আমাদের যতটুকু সহযোগিতার দরকার আমরা করবো,পাশাপাশি দাউদকান্দির গণমানুষের নেতা মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি মহোদয়, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.), দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান সরকারের কাছে আমার অনুরোধ তারা যেন এই অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান।
সাংগঠনিক সম্পাদক তুষার ঘোষ বলেন,আসুন আমরা আমাদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদেরকে স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য সবাই সহযোগীতা করি। চাইলে আপনিও আমাদের সাথে যুক্ত হতে পারেন,জাগো হিন্দু পরিষদ সব সময় সবার পাশে আছে, আমরা মানুষের অধিকারের কথা বলি।
এসময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি সৃজন পোদ্দার, নারায়ণ বর্ণিক, কৃষ্ণ ঘোষ লায়নসহ জাগো হিন্দু পরিষদের সদস্যবৃন্দ।