নাজিম উদ্দিন দৈনিক আজকের মেঘনা রিপোর্টার মেঘনা কুমিল্লা
জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি
মেঘনা উপজেলা, কুমিল্লা ৷
৪৮তম গ্রীষ্মকালীন ক্রীড়া (হ্যান্ডবল) প্রতিযোগীতা-২০১৯
স্থানঃ মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৷
তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০১৯
আয়োজনেঃ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি,
মেঘনা, কুমিল্লা ৷
খেলার ফলাফলঃ
মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চম্পিয়ান ৪-১ গোলে
মানিকারচল এল.এল.মডেল উচ্চ বিদ্যালয়ঃ রানাচাপ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
মোঃ নুরুল আমিন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মোঃ আবুল কালাম ভূঁইয়া,
প্রধান শিক্ষক, মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়,
আব্দুল্লাহ আল মামুন,
প্রধান শিক্ষক, মানিকারচর এল.এল.মডেল উচ্চ বিদ্যালয়,
মোঃ হুমায়ন কবীর,
প্রধান শিক্ষক,
দৌলত হোসেন সরকারী উচ্চ বিদ্যালয়,
মোঃ আব্দুল মতিন,
প্রধান শিক্ষক,
মুগারচর কে আলী উচ্চ বিদ্যালয়,
মোঃ আব্দুল কাদির,
প্রধান শিক্ষক, সোনারচ উচ্চ বিদ্যালয়,
মোঃ আলাউদ্দীন দাতা সদস্য, মানিকারচর সাহেরা লতিফ মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় ৷
ইয়ানবী খন্দকার ধনু মিয়া,
সভাপতিঃ আওয়ামী লীগ মানিকারচর ইউনিয়ন ৷
আরও উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ৷