প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ মে জাপান সফরে যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরকালে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া তিনি আগামী ৩০-৩১ মে টোকিওতে ফিউচার এশিয়া সম্মেলনে অংশ নেবেন। এছাড়া এই সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বড় ধরনের একটি ঋণ চুক্তি হতে পারে।
প্রধানমন্ত্রীর জাপান সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্তকরণ চলছে। আমরা এই সফর নিয়ে কাজ করছি। আশা করি তিনি এ মাসের শেষে জাপান সফর করবেন। তবে প্রধানমন্ত্রীর সফরের আগে আমরা আপনাদের বিস্তারিত জানাব।